ডেটাবেস

জাতীয় অনুবাদক নিবন্ধন (এন আর টি), ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ডেটাবেস, ফ্যাকাল্টি ডেটাবেস/বিশেষজ্ঞদের তথ্যভাণ্ডার, প্রকাশকের ডেটাবেস , অনূদিত গ্রন্থপঞ্জীর ডেটাবেস, অভিধান ও শব্দকোষের ডেটাবেসের মত ছ’টি তথ্যের আধার এন টি এম তৈরী করেছে যা শুধু এন টি এমের কাজেই সাহায্য করে না, গবেষক, প্রকাশক, ছাত্র এবং অনুবাদকদের কাজেও তা যথার্থ সহায়ক। ডেটাবেসগুলো ভারতীয় ভাষায় অনুবাদক; গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম ও তাদের পাঠ্যের উপকরণ; ভিন্ন বিষয়ের শিক্ষক ও বিষেশজ্ঞদের বিবরণ; সারা ভারতের গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থা সম্পর্কে বিবরণ; ভিন্ন ভারতীয় ভাষায় অনূদিত পাঠ; অভিধান, শব্দকোষ এবং সমার্থ শব্দকোষ সম্পর্কে তথ্য দেয়। ডেটাবেসগুলি ছাত্র, গবেষকদের, এমনকি বিভিন্ন বিষয়ের শিক্ষকদেরও সাহায্য করে।