কারা জড়িত? কার্যনির্বাহী গোষ্ঠী

ভারতীয় ভাষা সংস্থান (সি আই আই এল)

এই মুহুর্তে, এন টি এমের সংযোগকারী ও প্রধান সাহায্যকারী সংস্থা হল ভারতীয় ভাষা সংস্থান (সি আই আই এল) । এন টি এম পরিচালিতও হয় মাইসোরে সি আই আই এল প্রাঙ্গণে। সি আই আই এলের ডিরেক্টর এন টি এমের মুখ্য আধিকারিক। অবশ্য যোগ্য অধিকারী হওয়ার প্রয়োজনীয় অনুমোদন পেয়ে ক্রমে এন টি এম একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। সাহিত্য অ্যাকাডেমি, ন্যাশনাল বুক ট্রাস্ট (এন বি টি), বৈজ্ঞানিক ও কারিগরী পরিভাষা আয়োগ/কমিশন ফর সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টারমিনোলজি (সি এস টি টি), C-DAC (সি-ড্যাক) ইত্যাদি জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে এন টি এম যৌথ ভাবে কাজ করে।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এন টি এমের একটি প্রকল্প উপদেষ্টা কমিটি/ প্রজেক্ট অ্যাডভাইসারি কমিটি (পি এ সি) বর্তমান। ২৫ জন বিশেষজ্ঞের এই কমিটিতে যারা আছেন তাদের কেউ অনুবাদ চর্চা করছেন বা পড়াচ্ছেন; আবার কেউ লেখক; সাহিত্যিক; সাহিত্য পরিষদের প্রধান; বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য; কেউ আবার পুস্তক বিক্রেতা ও প্রকাশকদের গিল্ড থেকে আসছেন; বা তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিনিধি; ভারত সরকার কিংবা আই আই টিগুলির (IIT)অধ্যাপক।

বিভিন্ন কাজে সাহায্য ও উপদেশের জন্য পি এ সির পাশাপাশি এন টি এমের নিম্নলিখিত ৪টি উপসমিতি বর্তমান:
i. রেট সংক্রান্ত উপসমিতি
ii. কপিরাইট ও আইনি বিষয়ের উপসমিতি
iii. জ্ঞানপাঠের উপসমিতি
iv. অনুদান বিভাগের উপসমিতি
 
প্রকল্প উপদেষ্টা কমিটি (এন টি এম-পি এ সি)
মুখ্য আধিকারিক : ডিরেক্টর, সি.আই.আই.এল.
প্রকল্প আধিকারিক
এন টি এমের জন্য অনুমোদিত কর্মচারীর পদ: ৬৫
সহায়ক কর্মীবৃন্দ